সূরা লাহাব (শিখাময় বহ্নি)- ১১১
কাব্য আমপারা
অনুবাদঃ কাজী নজরুল ইসলাম
শুরু করি নামে সেই আল্লাহর,
করুণা-নিধান যিনি কৃপার পাথার।
ধ্বংস হোক, আবু লাহাবের বাহুদয়,
হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয়।
করেছে অর্জন ধন সম্পদ সে যাহা
কিছু নয়, কাজে তার লাগিবে না তাহা।
শিখাময় অনলে সে পশিবে ত্বরায়
সাথে তার সে অনল-কুণ্ডে যাবে হায়
জায়া তার- অপবাদ-ইন্ধনবাহিনী,
তাহার গলায় দড়ি বহিবে আপনি।
করেছে অর্জন ধন সম্পদ সে যাহা
কিছু নয়, কাজে তার লাগিবে না তাহা।
শিখাময় অনলে সে পশিবে ত্বরায়
সাথে তার সে অনল-কুণ্ডে যাবে হায়
জায়া তার- অপবাদ-ইন্ধনবাহিনী,
তাহার গলায় দড়ি বহিবে আপনি।
No comments