সূরা ফালাক্ব (ঊষা)- ১১৩
কাব্য আমপারা
অনুবাদঃ কাজী নজরুল ইসলাম
শুরু করিলাম লয়ে নাম আল্লাহর,
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
বলো, আমি শরণ যাচি উষা-পতির,
হাত হতে তার- সৃষ্টিতে যা আছে ক্ষতির।
আঁধার-ঘন নিশীথ রাতের ভয় অপকার-
এসব হতে অভয় শরণ যাচি তাঁহার !
জাদুর ফুঁয়ে শিথিল করে (কঠিন সাধন)
সংকল্পের বাঁধন, যাচি তার নিবারণ।
ঈর্ষাতুরের বিদ্বেষ যে ক্ষতি করে।
শরণ যাচি, পানাহ্ মাগি তাহার তরে।
No comments