সূরা ফাতেহা (উদঘাটিকা)
কাব্য আমপারা
অনুবাদঃ কাজী নজরুল ইসলাম
অনুবাদঃ কাজী নজরুল ইসলাম
(শুরু করিলাম) লয়ে নাম আল্লাহর,
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
সকলি বিশ্বের স্বামী আল্লাহর মহিমা,
করুণা কৃপার যাঁর নাই নাই সীমা।
বিচার-দিনের বিভু! কেবল তোমারি
আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।
সরল সহজ পথে মোদেরে চালাও,
যাদের বিলাও দয়া সে পথ দেখাও।
অভিশপ্ত আর পথ-ভ্রষ্ট যারা, প্রভু,
No comments