Header Ads

  • প্রারম্ভিকা

    أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। ১:১ بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)। ১:২ اَلۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। ১:৩ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ যিনি পরম করুণাময় অতি দয়ালু। ১:৪ مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ যিনি বিচার দিনের মালিক। ১:৫ اِیَّاکَ نَعۡبُدُ وَ اِیَّاکَ نَسۡتَعِیۡنُ আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ১:৬ اِہۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর। ১:৭ صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۬ۙ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ তাদের পথ, যাদের উপর তুমি অনুগ্রহ করেছ। যাদেরকে নিয়ামত দিয়েছ। যাদের উপর (তোমার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়। آمِيْنَ তুমি কবুল কর।

    সূরা ফাতেহা (উদঘাটিকা)

    কাব্য আমপারা
    অনুবাদঃ কাজী নজরুল ইসলাম

    (শুরু করিলাম) লয়ে নাম আল্লাহর,
    করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

    সকলি বিশ্বের স্বামী আল্লাহর মহিমা,
    করুণা কৃপার যাঁর নাই নাই সীমা।
    বিচার-দিনের বিভু! কেবল তোমারি
    আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।
    সরল সহজ পথে মোদেরে চালাও,
    যাদের বিলাও দয়া সে পথ দেখাও।
    অভিশপ্ত আর পথ-ভ্রষ্ট যারা, প্রভু,
    তাহাদের পথে যেন চালায়ো না কভু!


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad